কৃষিকে আধুনিক করতে সহযোগিতা করবে ইউএস এআইডি

কৃষিকে আধুনিক করতে সহযোগিতা করবে ইউএস এআইডি

ঢাকা, ২৫ অক্টোবর ২৩ বাংলাদেশের কৃষিকে আধুনিক করতে উন্নত গবেষণা কার্যক্রম ও উন্নত প্রযুক্তির বিষয়ে সহযোগিতা করবে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ( ইউএসএআইডি)।

আজ বুধবার সকালে সচিবালয়ে ইউএসএআইডি, ওয়াশিংটনের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কাউরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠকে করে এসব কথা জানান।

এসময় কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে কাজ করছে। সেজন্য, কৃষিপণ্যের রফতানি বাড়াতে ও ভ্যালু অ্যাড করার লক্ষ্যে নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি কৃষিতে অগ্রাধিকার খাত চিহ্নিত করে বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

বিনিয়োগ পরিকল্পনায় কোল্ড স্টোরেজ স্থাপন ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও বিপণন, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, সেচ ও পানি ব্যবস্থাপনা, দক্ষ মানবসম্পদ তৈরি ও ৪র্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি ব্যবহার এই ৬টি খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

এসব খাতে ইউএসএআইডির কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রয়োজন। ইউএসএআইডির প্রতিনিধিদল জানান, বাংলাদেশের কৃষির অগ্রাধিকার খাতে বিনিয়োগ ও সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করবে। এছাড়া বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করতেও উদ্যোগ নিবে। বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, ইউএসএআইডির বাংলাদেশ মিশন ডাইরেক্টর রিড অ্যাচলিম্যান, ডাইরেক্টর মোহাম্মদ খান, মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের অ্যাটাশে সারাহ জিলেস্কি প্রমুখ উপস্থিত ছিলেন।

কামরুল ইসলাম ভূইয়া, পিআরও

7 thoughts on “কৃষিকে আধুনিক করতে সহযোগিতা করবে ইউএস এআইডি

  1. Демонтаж и снос частных домов с вывозом мусора в Москве и Московской области – http://msk-demontazh-doma-24.ru/. Слом дома вручную и спецтехникой производим по ценам ниже рынка за 1 день. Бесплатный выезд специалиста на объект.

  2. Jogo do Bicho Lottery é um tipo de loteria popular no Brasil. Literalmente pode ser traduzido do brasileiro como ‘loteria de animais’. loteria foi criado no primeira metade do século XX e atualmente é um dos jogos de azar mais populares do Brasil.

    Na loteria Jogo do Bicho deunoposte ojogodobicho hoje resultado jogo do bicho ao vivo , os jogadores apostam em vários criaturas em destaque representados por números de 1 a 25. Cada animal tem seu próprio único número. Um número aleatório é então selecionado todos os dias para representar o número vencedor . Se o número do jogador corresponder ao número vencedor, o jogador receberá um prêmio.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *