গরুর রক্ত প্রস্রাব বা ব্যাবেসিওসিস রোগের লক্ষণ, চিকিৎসা ও ঔষধ

ব্যাবেসিওসিস রোগের প্রধান লক্ষণ হলো প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত বের হওয়া। গরুর রক্ত প্রস্রাব রোগটি দেখা দিলে সাথে সাথে গ্লুকোজ ও ডাবের পানি খাওয়াবেন, তারপর চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করবেন। ব্যাবেসিওসিস রোগের সঠিক চিকিৎসা দিলে গরু তারাতারি সুস্থ হয়ে যায়। তবে গরুর রক্ত প্রস্রাব রোগের কারণে অনেক দুর্বল হয়ে পড়লে বা গরু উঠে দাড়াতে পারছে না, তখন ব্যাবেসিওসিস রোগটি মারাত্বক রুপ ধারণ করে। আজকে এগ্র খামারি এই ব্লগ পোস্ট আপনাদের গরুর রক্ত প্রস্রাব বা ব্যাবেসিওসিস রোগের লক্ষণ, চিকিৎসা ও ঔষধ বিষয় গুলো নিয়ে আলোচনা করবে।

গরুর রক্ত প্রস্রাব বা ব্যাবেসিওসিস রোগের লক্ষণ

বাংলাদেশে সকল জেলা তে গরুর রক্ত প্রস্রাব বা ব্যাবেসিওসিস রোগ প্রায় দেখা যায়। ব্যাবেসিওসিস রোগের প্রথম লক্ষণ হলো গরুর প্রস্রাবের সাথে রক্ত আসবে। গরুর তাপমাত্রা ১০৪ ° F – ১০৬ ° F পর্যন্ত হতে পারে। গরু খাদ্য গ্রহন করা প্রায় বন্ধ করে দেয়। ব্যাবেসিওসিস রোগে আক্রান্ত গরু ঝিম পাড়ে। অনেক পালের গরুর সাথে থাকলে গরু পাল থেকে আলাদা হয়ে যায় ইত্যাদি।

গরুর রক্ত প্রস্রাব বা ব্যাবেসিওসিস রোগের চিকিৎসা ও ঔষধ

ব্যাবেসিওসিস রোগের চিকিৎসা করতে হলে আমাদের এ রোগের লক্ষণ গুলো ভালো করে জেনে ঔষধ দিতে হবে। নিম্নে গরুর রক্ত প্রস্রাব বা ব্যাবেসিওসিস রোগের চিকিৎসা দেওয়া হলো।

Rx –

১. — Pow. Glucolyle 20gm – ১ লিটার পানির সাথে ১ গ্রাম পরিমান মিশিয়ে গরুকে বারবার খাওয়াতে হবে।

২. — ডাবের পানি খাওয়াতে হবে। প্রতিদিন ২ বার এ ২ টা খাওয়াবে।

৩. — inj. Ranacin Vet – ১০০ কেজি ওজনের জন্য ১০ মিলি মাংসে দিতে হবে।

৪. — inj. Moxilin Vet 2 gm – ১০০ কেজি ওজনের জন্য ১ টি ভাওয়েল মাংসে দিতে হবে।

৫. — inj. Babenil – ১০০ কেজি ওজনের জন্য ২ এমপুল মাংসে দিতে হবে।

পরপর ৩ দিন চিকিৎসা দিবেন। আসা করা যায় ভালো হয়ে যাবে।

One thought on “গরুর রক্ত প্রস্রাব বা ব্যাবেসিওসিস রোগের লক্ষণ, চিকিৎসা ও ঔষধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *