লাল পালং পুঁই শাকের চাষাবাদ

Lal Palong Pui Cultivation

ড. মো. বায়েজিদ মোড়ল: শাক আমাদের অতি প্রয়োজনীয় একটি খাবার। শরীরের পুষ্টি যোগাতে এটি খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরণের শাক উৎপাদন হয় বাংলাদেশে। আগাছার সাথে যেমন এমনি এমনিই উৎপাদন হয় শাক, তেমনি চাষ করে উৎপাদন করা হয় বেশ কিছু শাক। এখানে লাল, পালং এবং পুঁই শাকের চাষাবাদ উল্লেখ করা হলো।

লালশাক

লাল রঙ- এর শাক দেখতে সুন্দর এবং খেতেও সুস্বাদু। লালশাক সারাবছর ধরেই উৎপন্ন করা যায় এবং এ শাকটি খুবই পুষ্টিকর এবং ক্যারটিন সমৃদ্ধ সবজি। সাধারণত লাল শাকের পাতাই সবজি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

চাষ উপযোগী মাটি

লালশাক বেলে দো-আঁশ থেকে এঁটেল দো-আঁশ মাটি যেখানে পানি জমে না সেসব মাটিতে ভালো জন্মে।

জাত

এদেশে সাধারণত লালশাকের স্থানীয় জাতের আবাদ হয়ে থাকে। লালশাকের জীবনকাল বীজ থেকে বীজ ১২৫-১৪০ দিন।

বীজ বোনার সময়

আমাদের দেশে এখন সারাবছর ধরেই লালশাকের আবাদ করা যায়। এছাড়া অধুনা বারি লালশাক-১ জাতের লালশাক আবাদ হয়ে আসছে।

বীজের পরিমাণ

                সারিতে বীজ বোনা হলে-

                প্রতি শতকে পরিমাণ-৬ তোলা

                প্রতি হেক্টরে পরিমাণ-১.০-১.৫ তোলা

                ছিটিয়ে বোনা হলে-

                প্রতিশতকে পরিমাণ- ১২ তোলা

                প্রতি হেক্টরে পরিমাণ- ২.০-২.৫

বীজ বপন বা বোনা

বীজ বোনার আগে জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে সমান করে নিতে হবে। লালশাকের বীজ আকারে ছোট বলে, বপনের আগে এসব বীজের সাথে শুকনো ছাই মিশিয়ে নিতে হয়। এ ছাই মিশানোর নিয়ম হচ্ছে-১ ভাগ বীজরে সাথে ৯ ভাগ ছাই। বীজ সারি বা লাইনে বপন হলে সারি থেকে সারির দূরত্ব রাখতে হবে ২৫-৩০ সেন্টিমিটার। এছাড়া প্রতি সারিতে ২০ সেন্টিমিটার দূরে দূরে কাঠি দিয়ে ১.৫-২.০ সেন্টিমিটার গভীর করে লাল শাকের বীজ বপন করতে হয়।

সার প্রয়োগ

লালশাকের জন্য যে হারে সার প্রয়োগ করতে হয়, তাহলো- প্রতি শতকে গোবর-২০ কেজি, ইউরিয়া-৯০০ গ্রাম, টিএসপি-৩০০ গ্রাম ও এমপি ২৫০ গ্রাম। এ ফসলটি স্বল্পমেয়াদী, সেজন্য সবটুকু সারই জমি তৈরির সময় জমিতে প্রয়োগ করতে হয়। তবে শহরের আবাদকারীরা অল্প জায়গায় শুধুমাত্র গোবর সার প্রয়োগ করেই লালশাকের আবাদ করতে পারেন।

সেচ প্রয়োগ

লালশাক আবাদের জন্য জমিতে পর্যাপ্ত রস থাকা আবশ্যক। তবে জমিতে অতিরিক্ত পানি হলে সাথে সাথে তা নিকাশের ব্যবস্থা নিতে হবে।

আগাছা দমন গাছ পাতলা করা

সাধারণত বৃষ্টি বা সেচের পর জমির উপরি ভাগের মাটিতে চাপ ধরে যায়। সে জন্য বৃষ্টি বা সেচের পর জমির মাটি ঝুরঝুরে করে দিতে হবে। ভালো ফসল পেতে হলে জমি থেকে গাছ পাতলা করে ফেলতে হয়। এজন্য ছিটিয়ে বোনা হলে প্রতি বর্গমিটারে ১০০-১৪০ টি গাছ রাখতে হবে। সারিতে বপনকারীদের জন্য প্রতি লাইন ৫ সেন্টিমিটার দূরে দূরে গাছ রাখতে হবে।

রোগ দমন

মরিচা রোগ দ্বারা লাল শাক ক্ষতিগ্রস্থ হয়ে থাকে। তবে আক্রান্ত বীজ পরিহার করে সুস্থ জমির বীজ দিয়ে ফসল আবাদ করা হলে রোগের আক্রমণ কমানো যায়।

পোকা মাকড় দমন

লালশাক শুয়ো পোকা দ্বারা ক্ষতিগ্রস্থ হয়ে থাকে। সমম্বিত বালাই দমন ব্যবস্থা গ্রহণ করে এ পোকার হাত থেকে ফসলকে রক্ষা করা যায়।

ফলন

লালশাকের জমিতে যে ফলন পাওয়া যায়, তাহলো-

প্রতি শতকে ফলন হয়- ২০-৩০ কেজি

প্রতি হেক্টরে ফলন হয়- ৫-৬ টন।

পালংশাক

পালংশাক একটি জনপ্রিয় ও সুস্বাদু শীতকালীন সবজি। এছাড়া এ সবজিটি ভিটামিন সমৃদ্ধ।

চাষ উপযোগী মাটি

পালংশাক সব ধরনের দো-আঁশ মাটিতে ভালো ফলন দিয়ে থাকে।

জাত

দেশি পালংশাকের কোনো উন্নত জাত নেই। এ জন্য এদেশে স্থানীয় জাতের পালংশাকের আবাদ হয়ে থাকে। এছাড়া এদেশে বেশ কিছু বিদেশি জাতেরও আবাদ হয়ে থাকে। এগুলো হচ্ছে নবেল জায়েন্ট, ব্যানার্জি জায়েন্ট, অলগ্রীন, পুষ্প জ্যোতি। এসব পালংশাকের জীবনকাল ৪৫-৫০ দিন।

বীজ বোনার সময়

ভাদ্র-পৌষ মাস পালংশাকের বীজ বোনার বোনার উপযুক্ত সময়।

বীজের পরিমাণ

প্রতি শতকে বীজের পরিমাণ- ১০০-১৫০ গ্রাম

প্রতি হেক্টরে বীজের পরিমাণ- ৩০-৪০ কেজি

বীজ বপন

পালংশাকের আবাদের জন্য মাটি ঝুরঝুরে করতে হয়। বীজ জমিতে বোনার আগে ২-১ দিন পানিতে ভিজিয়ে রাখতে হয়। বপনের সময় ২০-২৫ সেন্টিমিটার দূরে দূরে সারি করতে হবে। এরপর প্রতি সারিতে ৪-৫ সেন্টিমিটার দূরে করে বীজ বপন করেত হবে। এছাড়া বীজ বপনের সময় জমির গভীরতা রাখতে হবে ২-৩ সেন্টিমিটার।

সার প্রয়োগ

পালংশাক আমাদের জন্য প্রতি শতকে যে হারে সার প্রয়োগ করতে হবে, তাহলো- গোবর-২০ কেজি, ইউরিয়া-৮০০ গ্রাম, টিএসপি-৩০০ গ্রাম ও এমপি ৩০০ গ্রাম। জমিতে রস থাকলে সব সার একত্রে প্রয়োগ করা যায়। তবে অন্য সময় হলে ইউরিয়া অর্ধেক রেখে দিয়ে বীজ বোনার ১০-১৫ দিন পর তা উপরি প্রয়োগ করা যেতে পারে।

সেচ প্রয়োগ

জমিতে রস থাকলে পানি সেচের প্রয়োজন হয় না। তবে রসের অভাব হলে জমিতে পানি সেচ দিতে হয়। এসময় লক্ষ্য রাখতে হবে যেন জমিতে অতিরিক্ত পানি না জমে।

গাছ পাতলা করা

চারা গজানোর ২-৩ সপ্তাহ পর থেকে কচি চারা জমি থেকে তুলে ফেলতে হয়। এসব চারা পাতলা করে দিলে এসব উঠানো চারা শাস হিসেবে খাওয়া যায় এবং সে সাথে এসব জমির ফসলও ভালো হয়।

ফলন

পালংশাকের জমিতে যে ফলন পাওয়া যায়, তাহলো-

শতক প্রতি ফলন হয়- ২০-৩০ কেজি

হেক্টর প্রতি ফলন হয়- ৬-৮ টন

পুঁইশাক

পুঁইশাক কোমল কাণ্ড ও পত্রবহুল লতানো দীর্ঘজীবী উদ্ভিদ। বাংলাদেশে তা খুবই জনপ্রিয় এবং বর্ষজীবী ফসল হিসাবে চাষ হয়ে থাকে। পুঁই অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু সবজি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ ও ক্যালসিয়াম এবং সীমিত পরিমাণে অন্যান্য ভিটামিন ও খনিজ লবণ বিদ্যমান আছে। এর পাতা, কচিডগা, অপক্ব ফল, ফুল ইত্যাদি শাক ও তরকারি হিসেবে ব্যবহৃত হয়। ইলসে পুঁই খেতে খুবই মুখরোচক। কথায় বলে, ‘মাছের রাজা রুই, শাকের রাজা পুঁই।’

মাটি জলবায়ু

পুঁইশাকের বৃদ্ধির জন্য যথেষ্ট পানির প্রয়োজন হয়। তবে এ গাছ দাঁড়ানো পানি সহ্য করতে পারে না। উঁচু, দো-আঁশ, বেলে দো-আঁশ এ এঁটেল দো-আঁশ মাটি এবং উষ্ণ ও আর্দ্র পরিবেশে ইহা ভালো জন্মে। সুর্যালোকের অভাবে গাছ দুর্বল ও লিকলিকে এবং শীতে গাছের বৃদ্ধি ও বীজ গজানো ব্যাহত হয়।

জাত

লাল এবং সবুজ দু’জাতের পুঁই চাষ করা হয়। উভয় জাতের পাতাই পুরু  ও চওড়া এবং কাণ্ড বা ডাঁটা কোমল ও রসালো। গায়ের বর্ণ জাতের নামানুযায়ী লাল ও সবুজ হয়ে থাকে। লাল জাত বেশি পুষ্টিকর বলে কথিত আছে।

উৎপাদন  প্রযুক্তি

বারবার চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করার পর জমিতে এক মিটার বা তিন ফুট পরপর ১৫-২০ সেমি. প্রশস্ত অগভীর নালা কাটতে হয় এবং নালার মাটি দু’দিকে ছড়িয়ে দিলে সেচ ও নিষ্কাশন সুবিধা যুক্ত এক মিটার চওড়া বেড তৈরি হয়ে যায়। পরে মাচার ফসল বেডের মাঝ বরাবর এক সারিতে ১০০-১২০ সেমি, দূরত্বে আর ভুঁয়ে ফসল ৩৫-৪০ সেমি. দূরত্বে তিন সারিতে ২৫-৩০ সেমি. পর পর মাদা বা খুবরাীতে বীজ বপন বা চারা রোপণপূর্বক চাষ করতে হয়। ভুঁয়ে/ জমিতে ফসলের খরচ কম লাগে। বীজ ফসলের জন্য মাচায় পুঁই চাষ করা উত্তম। প্রতি মাদায় বা খুবরীতে ৪-৫টি বীজ বপন করতে হয় এবং গজানোর পর ২টি করে সুস্থ ও সবল চারা রাখলেই চলে। বীজতলায় চারা উৎপাদন বা বয়স্ক ডাঁটার শাখা কলম করেও রোপণ করা চলে। শাক আবাদরে জন্য হেক্টরে ১.৫-২.০ কেজি বীজ লাগে। বপনের আগে ২৪ ঘন্টা পানিতে ভিজিয়ে নিলে বীজ গজাতে সুবিধা হয়। পুঁইশাক সারা বছরই চাষ করা যায়। গ্রীষ্ম ও বর্ষা মৌসুমেও আবাদ করা চলে।

সার ব্যবস্থাপনা

এ ফসল আবাদ করতে হলে হেক্টরপ্রতি ১০টন গোবর, ২০০ কেজি ইউরিয়া, ১০০ কেজি টিএসপি এবং ১০০ কেজি এমপি সার প্রয়োগ করা যেতে পারে। গোবর ও টিএসপি সার প্রয়োগ জমি তৈরির সময়ে সুস্থ  জমিতে আর বাকি অর্ধেক চারা রোপণের গর্তে প্রয়োগ করা ভালো। পরে ফসলের অবস্থা ও পরিবেশ বিবেচনা করে ইউরিয়া ও পটাশ সার ৩-৪ কিস্তিতে গাছের গোড়ার চারপাশে উপরিপ্রয়োগ করা চলে। তাছাড়া জমির মাটি ঝুরঝুরে ও আগাছামুক্ত রাখতে হয় এবং প্রয়োজনমতো সেচ নিষ্কাশন ও মাচার ব্যবহার করতে হয়ে।

ফসল সংগ্রহ বিপণন

চারা গজানোর ৪০-৪৫ দিন পর থেকেই ভুঁয়ে ফসলের ২০-২৫ সেমি. লম্বা ডগা পাতাসহ গোড়ার কিছুটা উপরের অংশ কেটে সংগ্রহ করা চলে। ডগা সংগ্রহের পর পুনঃপুনঃ গোড়া থেকে শাখা-প্রশাখা বের হয় যা ৫-৬টি পাতা ধারণ করলে পুনরায় সংগ্রহ করা হয়। মাচার ফসল বিলম্বে সংগ্রহ উপযোগী হয় এবং বাউনীতে লতানোর আগে সংগ্রহ করা যায় না। ডগা আঁশ আঁশ হওয়ার আগে রসাল অবস্থায় সংগ্রহ করা ও বাছাইপূর্বক আঁটি বেঁধে বিপণন করা উচিত। যথারীতি এফসল পরিচর্যা করলে ফল ধরার আগে পর্যন্ত গাছেল শাখা-প্রশাখা বিস্তার ও ফসল সংগ্রহ অব্যাহত থাকে। এতে হেক্টরপ্রতি ৫০-৬০ টন পুঁই এবং ৩০০-৫০০ কেজি বীজ জন্মে।

বীজ উৎপাদন

ভাদ্র-আশ্বিন মাসে বেডের উপরে ৩০-১৫ সেমি. দূরত্বে বীজ বা চারা রোপণ করতে হয়। ডগা লতিয়ে বেশি হতে দেওয়া অনুচিত। অগ্রহায়ণ মাসে গাছের ফুল ও ফল ধরে এবং ফাল্গুন-চৈত্র মাসে বীজ পাকে। মাচা করেও এ গাছে বীজ জন্মানো যায়। কিšত্ত খরচ বেশি পড়ে। তবে শাক হিসেবে কাটা গাছে ভালো বীজ জন্মে না।

সূত্র: কৃষি তথ্য সার্ভিস

181 thoughts on “লাল পালং পুঁই শাকের চাষাবাদ

  1. I am extremely inspired with your writing talents and alsosmartly as with the layout for your blog. Is this a paid subject matter or did you customize it yourself? Either way stay up the nice quality writing, it’s rare to see a nice blog like this one nowadays..

  2. Hey, I think your blog might be having browser compatibility issues. When I look at your blog in Safari, it looks fine but when opening in Internet Explorer, it has some overlapping. I just wanted to give you a quick heads up! Other then that, amazing blog!

  3. Pretty great post. I simply stumbled upon your blog and wanted to mention that I have really enjoyed browsing your blog posts. In any case I’ll be subscribing for your feed and I hope you write again soon!

  4. I love your blog.. very nice colors & theme. Did you create this website yourself or did you hire someone to do it for you? Plz reply as I’m looking to create my own blog and would like to know where u got this from. appreciate it

  5. great submit, very informative. I wonder why the other experts of this sector do not understand this. You should continue your writing. I am sure, you have a huge readers’ base already!

  6. An impressive share! I have just forwarded this onto a friend who was doing a little research on this. And he in fact bought me lunch simply because I discovered it for him… lol. So let me reword this…. Thank YOU for the meal!! But yeah, thanx for spending time to discuss this issue here on your web page.

  7. Это лучшее онлайн-казино, где вы можете насладиться широким выбором игр и получить максимум удовольствия от игрового процесса.

  8. Hi there this is somewhat of off topic but I was wondering if blogs use WYSIWYG editors or if you have to manually code with HTML. I’m starting a blog soon but have no coding know-how so I wanted to get advice from someone with experience. Any help would be greatly appreciated!

  9. What i do not realize is if truth be told how you’re not really a lot more smartly-appreciated than you may be right now. You are so intelligent. You recognize therefore significantly in terms of this matter, produced me in my opinion consider it from so many numerous angles. Its like men and women don’t seem to be interested until it’s something to accomplish with Woman gaga! Your personal stuffs excellent. All the time maintain it up!

  10. Нужна стяжка пола в Москве, но вы не знаете, как выбрать подрядчика? Обратитесь к нам на сайт styazhka-pola24.ru! Мы предлагаем услуги по устройству стяжки пола любой площади и сложности, а также гарантируем быстрое и качественное выполнение работ.

  11. I was wondering if you ever considered changing the page layout of your site? Its very well written; I love what youve got to say. But maybe you could a little more in the way of content so people could connect with it better. Youve got an awful lot of text for only having one or two images. Maybe you could space it out better?

  12. Сайт mehanizirovannaya-shtukaturka-moscow.ru с радостью предлагает услуги машинной штукатурки. Не упустите свой шанс на революционные изменения в области ремонтных работ.

  13. Nice post. I used to be checking continuously this blog and I am inspired! Very useful information particularly the final phase 🙂 I deal with such info a lot. I used to be seeking this particular info for a long timelong time. Thank you and good luck.

  14. I’ve been exploring for a little bit for any high-quality articles or blog posts in this kind of area . Exploring in Yahoo I eventually stumbled upon this web site. Reading this info So i’m satisfied to show that I have a very good uncanny feeling I found out exactly what I needed. I such a lot unquestionably will make certain to don?t overlook this web site and give it a look on a continuing basis.

  15. I was wondering if you ever considered changing the layout of your blog? Its very well written; I love what youve got to say. But maybe you could a little more in the way of content so people could connect with it better. Youve got an awful lot of text for only having one or two images. Maybe you could space it out better?

  16. Today, I went to the beach with my kids. I found a sea shell and gave it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She put the shell to her ear and screamed. There was a hermit crab inside and it pinched her ear. She never wants to go back! LoL I know this is entirely off topic but I had to tell someone!

  17. Hello there, simply was aware of your blog thru Google, and found that it is really informative. I’m gonna watch out for brussels. I will appreciate in case you continue this in future. Many folks can be benefited from your writing. Cheers!

  18. Hi this is somewhat of off topic but I was wondering if blogs use WYSIWYG editors or if you have to manually code with HTML. I’m starting a blog soon but have no coding knowledge so I wanted to get advice from someone with experience. Any help would be greatly appreciated!

  19. Находи лаки джет доступ на официальном сайте и начни свою победную серию уже сегодня. Игра Lucky Jet на деньги – это шанс изменить свою жизнь и получить неповторимые впечатления.

  20. I seriously love your blog.. Excellent colors & theme. Did you create this website yourself? Please reply back as I’m hoping to create my own blog and want to learn where you got this from or what the theme is called. Many thanks!

  21. Wow, marvelous blog layout! How long have you been blogging for? you make blogging glance easy. The entire glance of your web site is great, let alonesmartly as the content!

  22. It’s in point of fact a nice and helpful piece of information. I’m glad that you simply shared this helpful info with us. Please stay us informed like this. Thanks for sharing.

  23. Hey! This is kind of off topic but I need some advice from an established blog. Is it very hard to set up your own blog? I’m not very techincal but I can figure things out pretty fast. I’m thinking about creating my own but I’m not sure where to start. Do you have any points or suggestions? Thank you

  24. Simply want to say your article is as amazing. The clearness in your post is simply cool and i can assume you are an expert on this subject. Well with your permission allow me to grab your RSS feed to keep up to date with forthcoming post. Thanks a million and please continue the gratifying work.

  25. Great beat ! I wish to apprentice while you amend your web site, how can i subscribe for a blog site? The account aided me a acceptable deal. I had been tiny bit acquainted of this your broadcast provided bright clear concept

  26. Wonderful site you have here but I was curious about if you knew of any message boards that cover the same topics talked about in this article? I’d really love to be a part of group where I can get comments from other knowledgeable individuals that share the same interest. If you have any recommendations, please let me know. Cheers!

  27. Hey there! This post couldn’t be written any better! Reading this post reminds me of my old room mate! He always kept talking about this. I will forward this article to him. Pretty sure he will have a good read. Thanks for sharing!

  28. Thanks for one’s marvelous posting! I genuinely enjoyed reading it, you will be a great author.I will ensure that I bookmark your blog and will eventually come back in the future. I want to encourage yourself to continue your great writing, have a nice holiday weekend!

  29. I’m impressed, I must say. Rarely do I encounter a blog that’s both educative and engaging, and let me tell you, you have hit the nail on the head. The issue is something not enough folks are speaking intelligently about. I am very happy that I found this in my search for something relating to this.

  30. hey there and thank you for your information I’ve definitely picked up anything new from right here. I did however expertise some technical issues using this site, since I experienced to reload the site a lot of times previous to I could get it to load properly. I had been wondering if your hosting is OK? Not that I am complaining, but sluggish loading instances times will very frequently affect your placement in google and can damage your high quality score if advertising and marketing with Adwords. Anyway I’m adding this RSS to my e-mail and can look out for a lot more of your respective interesting content. Make sure you update this again soon.

  31. Have you ever thought about publishing an e-book or guest authoring on other sites? I have a blog based upon on the same information you discuss and would really like to have you share some stories/information. I know my visitors would enjoy your work. If you are even remotely interested, feel free to send me an e-mail.

  32. Howdy would you mind stating which blog platform you’re working with? I’m planning to start my own blog in the near future but I’m having a tough time selecting between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your design and style seems different then most blogs and I’m looking for something completely unique. P.S My apologies for getting off-topic but I had to ask!

  33. I was wondering if you ever considered changing the page layout of your site? Its very well written; I love what youve got to say. But maybe you could a little more in the way of content so people could connect with it better. Youve got an awful lot of text for only having one or two images. Maybe you could space it out better?

  34. First off I want to say great blog! I had a quick question in which I’d like to ask if you don’t mind. I was curious to know how you center yourself and clear your thoughts before writing. I have had a hard time clearing my mind in getting my thoughts out. I do enjoy writing but it just seems like the first 10 to 15 minutes are usually wasted just trying to figure out how to begin. Any suggestions or tips? Cheers!

  35. I’ve been exploring for a little bit for any high-quality articles or blog posts in this kind of area . Exploring in Yahoo I at last stumbled upon this site. Reading this info So i’m glad to show that I have a very good uncanny feeling I found out exactly what I needed. I so much indisputably will make certain to don?t fail to remember this web site and give it a look on a constant basis.

  36. Hey I know this is off topic but I was wondering if you knew of any widgets I could add to my blog that automatically tweet my newest twitter updates. I’ve been looking for a plug-in like this for quite some time and was hoping maybe you would have some experience with something like this. Please let me know if you run into anything. I truly enjoy reading your blog and I look forward to your new updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *