৩ নভেম্বর ২০২২, ১০০/১৫০ জন গরুর খামারীর Knowledge Share অনুষ্ঠান হবে

৩ নভেম্বর ২০২২, ১০০/১৫০ জন গরুর খামারীর Knowledge Share অনুষ্ঠান হবে | রেজিষ্ট্রেশন করুন। স্থান ঢাকা জেলার সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের বটতলা বাজারের পাশে নৌবিতা এগ্রোতে। সকাল ৯:০০ ঘটিকায় শুরু হয়ে সারা দিন ব্যাপি চলবে। সকালের নাস্তা দুপরের খাবার সন্ধ্যায় নাস্তা থাকবে। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। অনুষ্ঠানটি আয়োজন করছেন নৌবিতা এগ্রোর পরিচালক আব্দুল মোমেন।

দেশের গরুর খামারীদের সাথে মত বিনিময় করবেন ইউটিউবার এসোসিয়েশনের সভাপতি ও জিটিভির কৃষি বিষয়ক অনুষ্ঠান সবুজ বাংলার পরিচালক ড. বায়েজিদ মোড়ল, সহসভাপতি ও চিত্রপুরী কৃষিচিত্রের র ই মানিক, চাকা বাংলার রিপন, চট্টগ্রাম জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের ট্রেনিং অফিসার ডাঃ মেহেদী হাসান, সাভার উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা, সাভার ডেইরি ফার্মারস এসোসিয়েশেনের সভাপতি, ডিজাইন এগ্রো পার্কের রাজিউল হাসান, এসিআই কোম্পানী থেকে একটা প্রেজেন্টেশেন দিবে। চাইনিজ একটা কোম্পানী ইনভেষ্টমেন্টের জন্য একটা প্রেজেন্টেশন দিবে।
অনুষ্ঠানটা অনেক অর্থবহ হবে।
বিস্তারিত আছে এই ইউটিউব ভিডিওটিতে ক্লিক করে দেখুন:-https://www.youtube.com/watch?v=DFdx3VxpaTA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *