গবেষণাধর্মী পরিকল্পনা নিয়ে ইলিশের উৎপাদন আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৪ (বুধবার)

গবেষণাধর্মী পরিকল্পনা নিয়ে ইলিশের উৎপাদন আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

বুধবার (২৪ জানুয়ারি)

দুপুরে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ এর মূল্যায়ন ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা কথা জানান। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীরের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন।

স্বাগত বক্তব্য প্রদান করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুল কাইয়ূম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৎস্য অধিদপ্তরের উপপ্রধান মাসুদ আরা মমি। প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. জুলফিকার আলী এবং নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম। মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, মা ইলিশ সংরক্ষণ অভিযানে সম্পৃক্ত নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, নৌপুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার ভিডিপি-এর প্রতিনিধিগণসহ ইলিশ সংক্রান্ত বিভিন্ন অংশীজনরা কর্মশালায় উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী বলেন, ২০০১-০২ সালে ইলিশ উৎপাদনের যে প্রবৃদ্ধি ছিল এবং ২০০৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছিল, সে সময়ের তুলনায় বর্তমানে ইলিশ উৎপাদনের প্রবৃদ্ধি অনেক বেশি। এ প্রবৃদ্ধি দ্বিগুণেরও বেশি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা, সদিচ্ছা এবং একটি জাতিকে গড়ে তোলার প্রয়াসের জন্য এটি হয়েছে। বর্তমানে ইলিশের উৎপাদন ৫ লাখ ৭১ হাজার মেট্রিক টন। তিনি আরও বলেন, ইলিশ যেমন আমাদের গৌরবের জায়গা, তেমনি ইলিশ জাতীয় অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জনেরও একটা বড় ক্ষেত্র। তাই এটিকে লালন-পালন, পরিচর্যা এবং বিভিন্ন গবেষণাধর্মী পরিকল্পনা নিয়ে সামনে এটিকে আরও বেশি উৎপাদন বাড়ানো এবং এটিকে সত্যিকার অর্থে এটিকে একটি বড় সম্পদ হিসেবে বিবেচনা করেই আমরা এগোতে চাই। সকলের যার যার যায়গা অবদান রাখলে ইলিশ উৎপাদনে আরও প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে।

ইলিশ উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া প্রয়োজন উল্লেখ করে এ সময় মন্ত্রী আরও যোগ করেন, দেশে ইলিশের অভায়শ্রম কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে। সে জায়গাগুলো থেকে উত্তরণ করা দরকার। ইলিশের বিচরণ পথ সুগম ও নিরাপদ করতে হবে। তা না হলে ইলিশের উৎপাদন বাধাগ্রস্ত হবে। এজন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি প্রকৃত মৎসীজীবীদের একটা সুনির্দিষ্ট তালিকা করা জরুরি। এক্ষেত্রে স্বজনপ্রীতি থেকে বেরিয়ে আসতে হবে। এছাড়া মৎস্যজীবী বিভিন্ন সংগঠনকে দায়িত্ব নিয়ে সুষ্ঠুভাবে তা পালনের মানসিকতা তৈরি করতে হবে।

জাটকা নিধন বন্ধ করতে হবে এবং কেউ অবৈধ জাল ব্যবহার করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এর পাশাপাশি অভয়াশ্রম সম্পৃক্ত এলাকার জেলে ও মৎস্যজীবীদের নিয়ে সামাজিক ক্যাম্পেইন করতে হবে। মাছ ধরা বন্ধ থাকাকালে তাদের জন্য ভিজিএফ এর পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ সময় মধ্যস্বত্ত্বভোগীদের উদ্যোক্তাদের চেয়েও দ্বিগুণ লাভ করার মানসিকতা পরিবর্তন হওয়া প্রয়োজন বলে জানান মন্ত্রী।

দাদন ব্যবসায়ীদের হাত থেকে ইলিশ আহরণে সম্পৃক্ত জেলেদের রক্ষার উদ্যোগ নেয়ার প্রয়োজনীতা তুলে ধরেন মন্ত্রী। বাজারে ইলিশের পর্যাপ্ততা থাকা সত্ত্বেও মধ্যসত্ত্বভোগীদের জন্য ইলিশের দাম অনেক শ্রেণির মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় বলেও এ সময় জানানও মন্ত্রী। এ বিষয়ে মন্ত্রণালয় কাজ করবে বলেও উল্লেখ করেন মন্ত্রী। দ্রব্যমূল্য বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে এ সময় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, মানুষের মৌলিক বিষয়গুলোর নিশ্চয়তা দেওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রধান কাজ।

দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয় ইদানিং বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কৃত্রিম মূল্যবৃদ্ধির সঙ্গে যারা জড়িত থাকবে বা আছে তাদের চিহ্নিতকরণের প্রক্রিয়া চলছে এবং এ অসাধু ব্যবসায়ী যারা কারসাজি করে মূল্য বৃদ্ধি করে মানুষকে কষ্ট দিতে চায় তাদের কোন অবস্থাতে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠিন ও কঠোর ব্যবস্থা নেয়া বর্তমান সরকারের অঙ্গীকার। মানুষের স্বস্তি, মানুষের শান্তি, তাদের জান-মালের নিরাপত্তা-এ মৌলিক বিষয়গুলো অবশ্যই বর্তমান সরকার প্রাধান্য দেবে। তিনি আরও বলেন, ২০২৩ সালে মা ইলিশ সংরক্ষণ অভিযান যথাযথভাবে বাস্তবায়নের ফলে ৫২ দশমিক ৪ শতাংশ ইলিশ সফলভাবে ডিম ছাড়তে সক্ষম হয়েছে যা ভিত্তি বছর ২০০১-০২ এর তুলনায় ১০৪ দশমিক ৮ শতাংশ বেশি। ফলে এ বছর প্রায় ৪০ দশমিক ৫৮ হাজার কোটি জাটকা নতুন করে ইলিশ পরিবারে যুক্ত হয়েছে।

মা ইলিশ সংরক্ষেণের সুফল পেতে হলে এ বছর উৎপাদিত ইলিশের পোনা (জাটকা) নিবিড়ভাবে সংরক্ষণ করতে হবে। মা ইলিশ সংরক্ষণ ও জাটকা রক্ষার মাধ্যমে ইলিশের উৎপাদন আরো বৃদ্ধি পাবে এবং ইলিশ সাধারণ মানুষের জন্য আরো সহজলভ্য হবে বলে। পরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ এর প্রতিবেদন শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন মন্ত্রী।

উল্লেখ্য, ইলিশ উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে ২০২৩ সালে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১২ অক্টোবর হতে ০২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান, ২০২৩ বাস্তবায়ন করা হয়। এ সময় দেশের ইলিশ সম্পৃক্ত ৩৮ জেলার ১৭৪ উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান, ২০২৩ বাস্তবায়নকালে জেলে ও মৎস্যজীবীদের জীবীকা নির্বাহের জন্য ৫ লক্ষ ৫৪ হাজার ৮৮৭টি জেলে পরিবারকে ২২ দিনে ২৫ কেজি হারে মোট ১৩ হাজার ৮৭২ মেট্রিক টন ভিজিএফ (চাল) বিতরণ করা হয়েছে।

মোঃ ইফতেখার হোসেন, জনসংযোগ কর্মকর্তা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

142 thoughts on “গবেষণাধর্মী পরিকল্পনা নিয়ে ইলিশের উৎপাদন আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

  1. Привет! Хочу рассказать вам о крутых ребятах с сайта mikro-zaim-online.ru. Знакомьтесь, Андрей Фролов и Екатерина Подольская. Андрей – это наш финансовый гуру, который всё знает о микрозаймах, а Екатерина – настоящий мастер IT, которая держит наш сайт в идеальной форме. Им можно доверять! Если вам нужна надёжная инфа о микрозаймах, заходите к нам на https://mikro-zaim-online.ru/o-nas/ – эти ребята точно помогут!

  2. Обращение к denezhnye-perevody-iz-rossii.top для решения вопроса как перевести деньги из россии в чехию является логичным шагом для тех, кто ищет надежность и экономическую выгоду. Сервис предлагает уникальное сочетание доступности и качества обслуживания, что делает его не только удобным, но и экономически выгодным выбором для клиентов, желающих перевести деньги из Болгарии.

  3. Приветствую! Возник вопрос про оформить займ? Предлагаем безопасный источник финансовой помощи. Вы можете получить финансирование в займ без избыточных вопросов и документов? Тогда обратитесь к нам! Мы предлагаем высокоприбыльные условия кредитования, быстрое решение и обеспечение конфиденциальности. Не откладывайте свои планы и мечты, воспользуйтесь доступным предложением прямо сейчас!

  4. Привет! Появился вопрос про займ в Минске? Предоставляем безопасный источник финансовой помощи. Вы можете получить финансирование в займ без избыточных вопросов и документов? Тогда обратитесь к нам! Мы предоставляем привлекательные условия кредитования, быстрое решение и гарантию конфиденциальности. Не откладывайте свои планы и мечты, воспользуйтесь доступным предложением прямо сейчас!

  5. Всем привет! Возник вопрос про занять деньги? Предоставляем стабильный источник финансовой помощи. Вы можете получить средства в займ без лишних вопросов и документов? Тогда обратитесь к нам! Мы предлагаем привлекательные условия кредитования, быстрое решение и обеспечение конфиденциальности. Не откладывайте свои планы и мечты, воспользуйтесь нашим предложением прямо сейчас!

  6. Осуществляя денежный перевод в польшу в 2024 через denezhnye-perevody-iz-rossii.top, вы открываете для себя мир быстрых и безопасных финансовых операций. Наш сервис предлагает выгодные условия для перевода в Венгрию, сочетая низкие комиссии с высокой скоростью выполнения транзакций. Мы уверены в том, что каждый клиент останется доволен качеством и удобством наших услуг.

  7. Отличная статья, благодарю!

    В качестве благодарности хочу поделиться информацией: деревянные наличники на оконные проемы в Питере для для загородных домов являются отличным выбором среди владельцев домов.
    Наличник деревянный купить в спб для коттеджей – это отличный выбор, который сочетает в себе отличный внешний вид, прочность и экологическую чистоту. Если вы хотите придать своему загородному дому превосходный вшений вид, рассмотрите деревянные наличники.
    В Питере работает много организаций, которые занимаются изготовлением и монтажем деревянных наличников. Одна из них – компания КубЭра. Предлагает широкий выбор моделей, цветов и отделок.

  8. Здрасьте. https://kuzovdetali.by/ – широкий ассортимент кузовных деталей и подбор автозапчастей для кузова машины. Перейдите на сайт для заказа новых и оригинальных товаров на машину. Гарантия и доставка по городам Беларуси.

  9. Many cellular carriers assign email addresses to cellular phone numbers and support SMS or text messaging by email. You don’t need to install special add-ins in Outlook to send text messages, but the recipient will need text messaging enabled on their cellular plan (most carriers enable it by default) and have a phone capable of receiving text messages (most new phones are text-capable). All you have to do is select the country, enter the phone number of the person you’re attempting to get in contact with, and send your message. If you see a box to enter your email, this will allow the person you’re sending a message to to respond to you via email. If your mobile phone carrier is not listed here you can find additional SMS Gateway addresses for the U.S. and International companies using these websites.
    httpsbtobcentral.commarketing2023the-simple-guide-to-creating-an-html-email-free-templates
    6. Enter the phone number to which you want to send the text message, including the country code. The field below this should be prefilled with the message ‘TextField’; if it is not then you did not select the option to ‘Say a phrase with a text ingredient’ in step 3. Tap the tick icon at the top of the screen when you’re done. Sorting through, managing, and paying for texts can be a pain on most phones. With Google Voice, you can have unlimited text storage, and unlimited free texts sent and received. Well, that is, free for you. Any friends who receive texts are still charged the regular text rates according to their texting plans. If you AND your friend have Google Voice, you’re in luck! Let the texts flow! Connect employees to customers securely from anywhere

  10. Are you looking to rent a luxury car in the Emirate of Dubai that makes a statement for an event or just want one to turn heads around town? As a top-rated luxury car rental agency in Dubai, Quick Lease, with its best prices, offers various options for renting a luxury car in Dubai.  VIP Cars offers reservations for monthly car rentals in Dubai, where you can book a car for a month, 2 months, 3 months, 6 months, and more. Some suppliers also offer yearly car rental deals in Dubai. To rent a luxury vehicle in Dubai, you will need to provide a valid driver’s license, passport, credit card, and entry visa. If you are looking for a car rental in Dubai at affordable prices then you are at the right place as VIPCars lets you book the cheapest car rental deals in Dubai. The suppliers associated with us provide the best deals at all major locations like popular hotels, airports, neighborhoods, malls, and beaches. Dubai car rental companies like Thrifty, Sixt, Hertz, and Europcar are some of the major brands that provide competitive prices.
    https://bordeaux.onvasortir.com/profil_read.php?rentporscheindu
    In Dubai, finding a rental car near you is easy with Easy Deal Car. We offer car rentals in various locations in Dubai. These locations include Dubai Marina, Al Barsha, Al Quoz, Bur Dubai, Dubai International Airport, and Deira Port Rashid. Discover the convenience of Mala Car’s fleet, offering a variety of rent a car Deira to suit your preferences. From compact cars for urban exploration to spacious SUVs for family outings, our fleet is designed to cater to your every need. Book your car rental online with three easy steps with option to pay online. Whether you’re here for business or leisure, Mala Cars is your reliable partner for a memorable travel experience. Rent a car in Dubai with us and explore Deira and its exciting surroundings with ease. Book now, and let Mala Tourism be your key to unlocking the richness of this dynamic and historic district!

  11. There are currently no reviews comments for this event. Be the first to add a review comment , and let folks know what you think! We are pleased to announce the launch of our brand new website! After months of hard work and dedication, we are delighted to officially announce the launch on July 25, 2017. The new site launch is available and the URL is bluechipcs For registered ponies in Grades JC & JD to be ridden by Junior members. In this webinar she draws the finance sector audience into an open conversation about their own experiences with online events. Registration will be Thursday. Height of fences 1.15m Stay tuned with the most relevant events happening around you. Attend, Share & Influence! Privacy Join us in our Winning Streak campaign to expand and improve the Meijer Sports Complex. Click here to learn more.
    https://immensedirectory.com/listings286474/website-under-review
    Our task not only finishes by developing your desired casino game but we also help you incorporate leading-edge analytics and tracking tools to measure the behavior and activity of gamers. It will help you to understand where to improve the quality of your casino game app to boost end-user engagement naturally. Furthermore, Slotegrator provides a white label solution. This includes the technical development of an online casino platform equipped with all necessary modules. It also grants the right to operate under our legal entity, a Curaçao sublicense, and the option for B2C player support. A Short Guide On How To Launch Your Casino Website Lucky Creek is our top Texas casino site for high-RTP online slots. Not only will you find an amazing selection of slot games to play – but you can also look forward to a dozen bonuses and promos that’ll boost your slots gameplay more than any other online casino site in Texas.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *