তিনবন্ধুকে এক সাথে বেঁধে রেখেছে ডেইরি খামার

তিনবন্ধুকে এক সাথে বেঁধে রেখেছে ডেইরি খামার
ড. বায়েজিদ মোড়ল

আবুল হাসনাত সুমন আর সাইফুদ্দিন আহমেদ চৌধুরী বাবু ঢাকার তিতুমীর কলেজে হিসাব বিজ্ঞানে অনার্স মাষ্টার্স করেছে। তার সহপাঠি ছিলো। সুমন আর বাবু সম্পর্কে বিয়াই হয়। সুমনের বড়ভাই বিয়ে করেছে বাবুর বোন। সেই হিসেবে দুই পরিবারের সদস্য দুজন। আরেকজন শরিফুদ্দীন আহমেদ একই কলেজ থেকে ব্যবস্থাপনায় অনার্স মাষ্টার্স। তিন বন্ধুর বাড়ী ফেনির ফুলগাজী। ঢাকাতে একই কলেজে ও একই ফ্যাকালটিতে পড়াশুনা, একই সাথে ঘুরা ফেরা, একই সাথে থাকা চলা। এক সাথে কলেজে, এক সাথে খাওয়া, এক সাথে ঘুমানো। তিন বন্ধু একেবারে মানিক জোড় হয়ে যায়। একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবেনা। কিভাবে লেখাপড়া শেষে এক সাথে থাকা যায় সেটা নিয়েও ভাবে। তখন শরীফ একটু খোচা মেরে বলে ‘তোরা দুজন তো আতœীয এক সাথে থাকতে পারবি আমিতো দল ছুট হয়ে যাবো।’ এই তিন বন্ধুর মধ্যে ব্যবসায়িক চিন্তা ভাবনা বেশি ছিলো সুমনের। পাঁচ ভাই এক বোনের পরিবারের মধ্যে সুমন সবার ছোট। বড়ভাইরা অনেকেই বিয়ে করে করে আলাদা সংসার হয়ে গেছে কেউ ঢাকাতে থাকে, কেউ চট্টগ্রামে থাকে। সুমন ভাবতে থাকে লেখাপড়া শেষ করে তারা কি করবে? আর কি করলে তিন বন্ধু এক সাথে থাকা যায়? সুমনের এক ভাই ফেনি শহরের শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান (শহীদ মার্কেট) এ একটি কসমেটিকের দোকান আছে। সেখানে দু-তিনজন কর্মচারী নিয়ে সুমনের ভাই সেই দোকানটি চালায়। সুমনরা তিন বন্ধু ফেনিতে কলেজ ছুটিতে এলে এই দোকানে এসে বসে ও সময় কাটায় গল্পগুজব করে। পরে সুমনের ভাই দেশের বাইরে চলে যায় তখন সুমনের লেখাপড়া শেষ পথে সুমন এসে এই কসমেটিকের দোকানের দায়িত্ব নেয়। এই সময় ওর বিয়াই বাবু ওর সাথে ব্যবসা করতে চাইলে আর একটি দোকান নিয়ে পাইকারী ব্যবসার পার্টনার করে বাবুকে। শরীফ এসে আবার খোচা মারে যা বলেছিলাম তোরা তাই করলি দুই বিয়াই এক সাথে ব্যবসা শুরু করলি আমাকে বাদ দিয়ে। তখন সুমন ভাবে কি করা যায়? কি করলে তিন বন্ধু এক সাথে থাকা যায়? পরে ভেবে চিন্তে দেখে আশে পাশে কোন গাভীর খামার নেই। প্রত্যেকের বাড়ীর দুধের চাহিদার জন্য বাজার থেকে প্যাকেট দুধ কিনতে হয়।

ওরা বাংলাভিশনের শ্যামল বাংলা, এটিএনের মাটির সুভাস, জিটিভির সবুজ বাংলা চ্যানেল আইএর শাইখ সিরাজের কৃষি বিষযক অনুষ্ঠান দেখে দেখে ভাবে যদি কোন ভাল চাকরি না পাই, তাহলে তারা গ্রামে গিয়ে কৃষি কাজ করবে। ঠিক যখন ভালো চাকরি তিন বন্ধু পেলনা। পরে তিন বন্ধু বসে ভাবলো এক সাথে থাকার জন্য একটি ডেইরিফার্ম আমাদের আটকাতে পারবে। ২০১২ সালের জানুয়ারী মাসে সুমন ফোন করে জিটিভির সবুজ বাংলা অনুষ্ঠানের পরিচালকের কাছে। ফোনে সুমন উৎসাহ পায় ডেইরিফার্ম করবার। তারপর সীমান্তবর্তি গ্রাম কামাল্লা। কামাল্লা গ্রামে ৩ একর জায়গা লিজ নেয় ১০ বছরের জন্য। এখানে তার পরিকল্পিতভাবে একটি ডেইরিফার্ম গড়ে তুলবে। এরপর সবুজ বাংলার পরিচালকের কথা মতো ডা. নুরুল আমীনের সন্ধ্যান পায়। এর মধ্যে ওরা পুরো জায়গা ঘিরে ফেলে একটি টিনসেড তুলে ফেলে সেখানে দুইটা ফিজিয়ান জাতের বকনা বাছুরও কিনে ফেলে বাছুর দুটোকে সার্বক্ষনিক দেখাশুনার জন্য একজন কর্মচারিও রাখে। এর পর ফেনির বিভিন্ন জায়গা ও ল´ীপুর থেকে আরো কিছু গরু কিনে নিয়ে আসে।এরপর তিন বন্ধু বাজেট তৈরী করে চার লাখ করে ১২ লাখ টাকা নিয়ে তারা ডেইরি ব্যবসা শুরু করবে।
তিন বন্ধুর তিন পরিবার বেঁকে বসে, কেনো তারা ডেইরি ফার্ম করবে? তারা হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনার মতো ভালো সাবজেক্টে অনার্স মাষ্টার্স করা ছেলে। সরকারী- বেসরকারী বা মাল্টিন্যাশনাল কোম্পানীর বড় কর্মকর্তা হবে তারা। তা না হয়ে সকালে ঘুম থেকে উঠে চলে যায় ডেইরী খামারে, তারা গিয়ে গরু বাছুরগুলোকে দেখাশুনা করা, গরুর গোবর পরিষ্কার করা, গাভী দোহন করা, গাভী ও বাছুরের গোসল করানো খাবার দেওয়া, সকল কাজ ওরা সকালে শেষ করে কর্মচারির উপর রেখে চলে আসে শহরে। এর মধ্যে দেখা যায় ডা. নুরুল আমীন ২০১২ সালের জুলাই মাসে পোষ্টিং হয়ে চলে আসে ফেনিতে চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক প্রাণিরোগ গবেষনা ও অনুসন্ধান কেন্দ্রের প্রধান বেজ্ঞানিক কর্মকর্তা হিসেবে। এর উপর ডা. নুরুল আমীন খামার পরিদর্শনে গিয়ে দেখে বেহাল দশা। তিন বন্ধুকে এনে ৭ দিনের প্রশিক্ষন দেয়। তার চট্টগ্রামের কিছু ভালো ভালো কামারে নিয়ে গিয়ে সরেজমিনে দেখায়। যে কিভাবে সুন্দর ফার্ম গড়ে তুলতে হয়্ আর কিভাবে ভালো ফার্ম গড়ে তুলে ভালো ব্যবসা করা যায়। এরপর ওদের যে ১২ লাখ টাকা পুজি সেটার ৫ লাখ টাকা এর মধ্যে খরচ করে ফেলে ওরা। বাকি ৭ লাখ টাকা নিয়ে সুন্দর করে পূর্ব-পশ্চিম লম্বা করে বিশাল করে একটি পাকা সেড তৈরী করে দেয়, বৈজ্ঞানিক সেড যেটাকে বলে। এটা করতে প্রায় ৪ লাখ টাকা খরচ হয়ে যায় বাকি তিন লাখ টাকা দিয়ে আরো কিছু বকনা বাছুর কেনে।

২০১৩ সালের জানুয়ারী মাসে এসে ৮টি গাভী দুধ দেয়, আর সতেরোটি বকনা বাছুর থাকে। এই নিয়ে তিন বন্ধু মেতে ওঠে ফার্মে। গাভী বা বাছুরদের যখন যে ধরনের সমস্যা হয় সেটা নিজেরাই কিছুটা ব্যবস্থা নিতে পারে, আর না হয় ডা. নুরুল আমীন সাহেবেকে জানায়, সে সরেজমিনে দেখে ব্যবস্থাপত্র দেন। মহান আল্লাহপাকের ইশারায় ওদের ফার্মের কোন গাভী বা বাছুরের কখনোই কোন রোগ বা কোন বাছুর বা গাভী আজ পর্যন্ত মারা যায়নি। ২০১৪ সালের মে মাসে এসে তাদের দুধ দেওয়া গাভীর সংখ্যা দাড়ায় ২০টিতে আর বড় বাছুর আর ছোট বাছুর থাকে ৩৭টি। ২০টি গাভীতে প্রতিদিন ২৬০ লিটার দুধ দেয়।
পরিবারের সবাই যখন ওদের বিরোধীতা করতো ওরা তখন গাভীর খাটি দুধ নিয়ে প্রতিদিন বাসায় যেতো। কুসুমগরম খাটি দুধ পেয়ে বাড়ীর ছোটরা ও মহিলারা প্রথমে ওদের পাশে দাড়াতে থাকে। আশে পাশের প্রতিবেশি ও আতœীয়স্বজন অনেকেই প্রথমে অনেক ধরনের কথা বলতো তাদেরও প্রথম প্রথম দুধ উপহার হিসেবে পাঠাতো। পরবর্তিতে তারা প্রতিদিন যোগান হিসেবে দুধ নেয়। এখানে তিন বন্ধুর তৃপ্তি নিজ পরিবার, প্রতিবেশি ও আতœীয় স্বজনকে তারা খাটি দুধ খাওয়াতে পারছে। মেধাবী জাতি গঠনে খাটি গরুর দুধের বিকল্প নেই। আর সেই খাটিদুধ তিন বন্ধু তাদের এলাকার মানুষের মাঝে দিতে পারছে। প্রতিদিন ২৬০ লিটার মানে প্রায় তিন থেকে চারশো পরিবারকে তারা খাটি দুধ দিচ্ছে। সামনে তাদের ইচ্ছা প্রতিদিন ১০০০ লিটার দুধ উৎপাদন করার। আর এটা সম্ভব আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরন করে ডেইরি খামার করলে, আর খামারের গাভীদের কাঁচা ঘাসের ব্যবস্থা তাদের থাকলে, খামার দিনে দিনে বড়ই হবে। একদিন যারা দুটি বাছুর নিয়ে শুরু করেছিলো এই আড়াই তিন বছরে তাদের খামারে ৫০টির অধিক গরু হয়ে গেছে। যদি খামারের বাছুর মারা না যায়। বাছুরকে পর্যাপ্ত দুধ খাওয়ানো হয় ও নিয়ম মাফিক সব ধরনের ভ্যাকসিনেশনগুলো করা হয়, তাহলে খামার সামনে এগুবেই এখানে কোন দ্বিমত নেই। পাঁচ বছর পরে দেখা যাবে এই খামারে চারশতাধিক গরু বাছুর হয়ে গেছে। তিন বন্ধুর ইচ্ছা তারা প্রথম ১০ বছর কোন লভ্যাংশ এখান থেকে তারা নিবে না। প্রতিনিয়ত তারা খামার বড়ো করতে থাকবে। এর মধ্যে পাশে আরো ৪ একর জমি লিজ নিয়েছে সেখানে তারা ঘাস উৎপাদন করছে। ৫ জন কর্মচারি রেখেছে। তারা আশ পাশের বিল থেকেও কাঁচা ঘাস কেটে নিয়ে আসে। এখানে শাহিওয়াল, ফ্রিজিয়ান ও জার্সি জাতের ৫৭ টি গরু রয়েছে। গরুর সংখ্যা তেমন বেশী না, কম হলেও এই খামারটির কয়েকটি বিশেষ দিক রয়েছে। প্রথমতম, এই খামারটি বেশ পরিষ্কার, পরিচ্ছন্ন পরিপাটি ও খোলামেলা। চারপাশ থেকে পর্যাপ্ত আলোবাতাস খামারে প্রবেশ করতে পারে। গরু চরানোর জন্য শেডের সামনের দিকে পর্যাপ্ত খোলা জায়গা রয়েছে। গাভীকে খাওয়ানোর জন্য পর্যাপ্ত ঘাসের ব্যবস্থাও আছে এখানে।

আর কামাল্লা মূলত সীমান্তবর্তি পাহাড়ী ও টিলা এলাকা, এখানে ঘাস লতার পাতা আছে প্রচুর পরিমান। তাছাড়া পর্যাপ্ত ধানের খড় তারা আগে থেকেই কিনে রেখেছে। গুদামজাত করেছে আগে থেকে দানাদার খাবার। প্রতি সপ্তাহে গরুর গোবর ও চুনা পরীক্ষা নিরিক্ষা করায় যে গাভরি শরীরে কোন রোগ আছে কিনা। আবার পরীক্ষা নিরিক্ষা করায় গাভীর প্রতিটা বাটের দুধের যে গাভীর বাটে ম্যাসটাটাইটস রোগ আসছে কিনা। এক কথায় প্রচন্ড সতর্ক ও সচেষ্ট থাকে তিন বন্ধু খামারের প্রতি।
তিন বন্ধুর সকাল হয় খামারে। তারা খামারে গিয়ে মুখে পানি দেয়, সকাল ১০টা পর্যন্ত কর্মচারিদের সাথে এক সাথে কাধে কাধ মিশেয় কাজ করে, খামারের গরু বাছুরের পরিচর্যা করে দুধ সবার বাড়ীতে বাড়ীতে পাঠায়। তারপর খামারেই নাস্তা রান্না হয়, সেখানে নাস্তা শেষ করে বাসায় এসে তাদের অন্য পেশায় বা ব্যবসায় চলে যায়। আবার রাতের বেলা চলে আসে খামারে একে একে সকল গরু বাছুরগুলো পর্যবেক্ষন করে, যে কর্মচারিরা ভুল করে কোন গাভী বা বাছুরকে যদি পরিচর্যা কম করে সেটা দেখাশুনা করে। এছাড়া খামারের গাভী বা বাছুরদের রোগ যাতে না আসতে পারে সেজন্য সব সময় তৎপর থাকে তিন বন্ধু মানিক জোড়।
বর্তমানে তাদের খামারের গাভী বাছুর আর স্থাপনা মিলে প্রায় মূলধন হতে চলেছে কোটি টাকার মতো। কয়দিন আগে যারা বিরোধিতা করছিলো, যারা তিন বন্ধুকে তিরষ্কার করতো আজ তাদের সামনে এই তিন বন্ধু আদর্শ। আজ অল্প দিনে বেশি ভালো করছে তারা উচ্চশিক্ষিত তাদের মনোবল দৃঢ়, তারা কাজকে ছোট করে দেখেনা, তারা নিজেদের প্রতিষ্ঠা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ও প্রশিক্ষিত। তারা এই কাজে কখনো ভয় পায়নি। প্রতিনিয়ত সাফল্যের পিছনে তিন বন্ধু এক হয়ে কাজ করেছে।

160 thoughts on “তিনবন্ধুকে এক সাথে বেঁধে রেখেছে ডেইরি খামার

  1. My spouse and I stumbled over here coming from a different page and thought I may as well check things out. I like what I see so now i am following you. Look forward to going over your web page for a second time.

  2. hey there and thank you for your information I’ve definitely picked up anything new from right here. I did however expertise a few technical issues using this site, since I experienced to reload the web site many times previous to I could get it to load properly. I had been wondering if your web hosting is OK? Not that I am complaining, but sluggish loading instances times will often affect your placement in google and can damage your high quality score if advertising and marketing with Adwords. Anyway I’m adding this RSS to my e-mail and can look out for a lot more of your respective interesting content. Make sure you update this again soon.

  3. Whats up this is kinda of off topic but I was wondering if blogs use WYSIWYG editors or if you have to manually code with HTML. I’m starting a blog soon but have no coding know-how so I wanted to get advice from someone with experience. Any help would be greatly appreciated!

  4. Hello just wanted to give you a quick heads up. The text in your post seem to be running off the screen in Internet explorer. I’m not sure if this is a format issue or something to do with web browser compatibility but I thought I’d post to let you know. The design and style look great though! Hope you get the problem solved soon. Many thanks

  5. Its like you read my mind! You seem to understand so much approximately this, like you wrote the book in it or something. I think that you simply could do with some p.c. to pressure the message house a bit, however other than that, this is great blog. An excellent read. I’ll definitely be back.

  6. It’s actually a nice and helpful piece of information. I’m glad that you shared this helpful info with us. Please stay us informed like this. Thanks for sharing.

  7. Fantastic beat ! I wish to apprentice while you amend your site, how can i subscribe for a blog site? The account aided me a acceptable deal. I had been tiny bit acquainted of this your broadcast provided bright clear concept

  8. Write more, thats all I have to say. Literally, it seems as though you relied on the video to make your point. You definitely know what youre talking about, why waste your intelligence on just posting videos to your site when you could be giving us something enlightening to read?

  9. Appreciating the persistence you put into your website and in depth information you present. It’s good to come across a blog every once in a while that isn’t the same outdated rehashed material. Wonderful read! I’ve saved your site and I’m including your RSS feeds to my Google account.

  10. This design is wicked! You most certainly know how to keep a reader entertained. Between your wit and your videos, I was almost moved to start my own blog (well, almost…HaHa!) Fantastic job. I really enjoyed what you had to say, and more than that, how you presented it. Too cool!

  11. Appreciating the hard work you put into your site and in depth information you present. It’s great to come across a blog every once in a while that isn’t the same unwanted rehashed material. Excellent read! I’ve saved your site and I’m including your RSS feeds to my Google account.

  12. I must thank you for the efforts you have put in writing this blog. I am hoping to see the same high-grade blog posts from you in the future as well. In fact, your creative writing abilities has motivated me to get my very own website now 😉

  13. I’ve been exploring for a little bit for any high-quality articles or blog posts in this kind of area . Exploring in Yahoo I at last stumbled upon this web site. Reading this info So i’m glad to show that I have a very good uncanny feeling I found out exactly what I needed. I such a lot no doubt will make certain to don?t disregard this site and give it a look on a constant basis.

  14. Онлайн казино радует своих посетителей более чем двумя тысячами увлекательных игр от ведущих разработчиков.

  15. This is very interesting, You are a very skilled blogger. I have joined your feed and look forward to seeking more of your magnificent post. Also, I have shared your site in my social networks!

  16. This is the right website for anybody who wishes to find out about this topic. You understand so much its almost hard to argue with you (not that I actually would want toHaHa). You definitely put a new spin on a topic that’s been written about for decades. Excellent stuff, just excellent!

  17. Ищете надежного подрядчика для устройства стяжки пола в Москве? Обращайтесь к нам на сайт styazhka-pola24.ru! Мы предлагаем услуги по залитию стяжки пола любой сложности и площади, а также гарантируем быстрое и качественное выполнение работ.

  18. I’m impressed, I must say. Rarely do I encounter a blog that’s both educative and entertaining, and let me tell you, you have hit the nail on the head. The issue is something not enough people are speaking intelligently about. I am very happy that I stumbled across this in my search for something relating to this.

  19. Технология штукатурки по маякам стен гарантирует великолепный результат. Узнайте больше на mehanizirovannaya-shtukaturka-moscow.ru

  20. Wow, incredible blog format! How long have you been blogging for? you make blogging glance easy. The entire glance of your web site is wonderful, let alonewell as the content!

  21. Hey There. I found your blog using msn. This is an extremely well written article. I will be sure to bookmark it and come back to read more of your useful information. Thanks for the post. I will definitely comeback.

  22. Excellent post. I used to be checking continuously this blog and I am inspired! Very useful information particularly the final part 🙂 I maintain such info a lot. I used to be seeking this particular info for a long timelong time. Thank you and good luck.

  23. This design is spectacular! You obviously know how to keep a reader entertained. Between your wit and your videos, I was almost moved to start my own blog (well, almost…HaHa!) Wonderful job. I really enjoyed what you had to say, and more than that, how you presented it. Too cool!

  24. Awesome things here. I’m very glad to see your article. Thank you so much and I’m taking a look forward to touch you. Will you please drop me a mail?

  25. Greetings! Quick question that’s entirely off topic. Do you know how to make your site mobile friendly? My website looks weird when viewing from my iphone 4. I’m trying to find a theme or plugin that might be able to fix this problem. If you have any suggestions, please share. Cheers!

  26. Excellent web site you’ve got here.. It’s hard to find good quality writing like yours these days. I truly appreciate people like you! Take care!!

  27. My relatives all the time say that I am wasting my time here at net, except I know I am getting knowledge everyday by reading such good articles or reviews.

  28. Hello there! Quick question that’s completely off topic. Do you know how to make your site mobile friendly? My blog looks weird when viewing from my iphone4. I’m trying to find a theme or plugin that might be able to correct this problem. If you have any suggestions, please share. Cheers!

  29. I was recommended this blog by my cousin. I am not sure whether this post is written by him as no one else know such detailed about my problem. You are amazing! Thanks!

  30. I appreciate, lead to I found exactly what I used to be taking a look for. You have ended my 4 day long hunt! God Bless you man. Have a nice day. Bye

  31. Sweet blog! I found it while surfing around on Yahoo News. Do you have any tips on how to get listed in Yahoo News? I’ve been trying for a while but I never seem to get there! Cheers

  32. This design is wicked! You obviously know how to keep a reader entertained. Between your wit and your videos, I was almost moved to start my own blog (well, almost…HaHa!) Fantastic job. I really enjoyed what you had to say, and more than that, how you presented it. Too cool!

  33. I’ve been exploring for a little for any high-quality articles or blog posts in this kind of space . Exploring in Yahoo I at last stumbled upon this site. Reading this info So i’m satisfied to express that I have a very good uncanny feeling I came upon exactly what I needed. I such a lot indisputably will make certain to don?t overlook this site and give it a look on a continuing basis.

  34. I simply could not depart your web site prior to suggesting that I really enjoyed the standard information a person supply in your visitors? Is going to be back ceaselessly in order to check out new posts

  35. Have you ever considered about including a little bit more than just your articles? I mean, what you say is fundamental and all. However just imagine if you added some great pictures or video clips to give your posts more, “pop”! Your content is excellent but with images and clips, this website could undeniably be one of the very best in its niche. Terrific blog!

  36. With havin so much written content do you ever run into any problems of plagorism or copyright violation? My website has a lot of completely unique content I’ve either authored myself or outsourced but it appears a lot of it is popping it up all over the web without my authorization. Do you know any methods to help reduce content from being ripped off? I’d certainly appreciate it.

  37. I loved as much as you will receive carried out right here. The sketch is tasteful, your authored subject matter stylish. nonetheless, you command get bought an nervousness over that you wish be delivering the following. unwell unquestionably come further formerly again since exactly the same nearly a lot often inside case you shield this increase.

  38. Magnificent goods from you, man. I’ve be aware your stuff prior to and you’re simply too magnificent. I really like what you’ve obtained here, really like what you’re stating and the best way during which you assert it. You are making it entertaining and you still take care of to stay it smart. I can not wait to read far more from you. This is actually a great website.

  39. Its like you read my mind! You seem to know so much approximately this, like you wrote the e-book in it or something. I think that you could do with some p.c. to drive the message house a bit, however other than that, this is magnificent blog. A great read. I’ll definitely be back.

  40. I don’t know whether it’s just me or if everybody else experiencing issues with your site.

    It seems like some of the written text on your content are
    running off the screen. Can someone else please provide feedback and let
    me know if this is happening to them as well? This could be a problem with my web browser because I’ve had this happen before.

    Kudos

    Feel free to surf to my homepage :: vpn coupon 2024

  41. I’m not that much of a online reader to be honest but your sites really nice, keep it
    up! I’ll go ahead and bookmark your website to
    come back down the road. All the best

    Feel free to surf to my web blog:

  42. Awesome blog! Is your theme custom made or
    did you download it from somewhere? A theme like yours with a few simple tweeks
    would really make my blog jump out. Please let me know where you got your design. Thank you

    Feel free to surf to my page ::

  43. Thanks for some other informative website.
    Where else may just I am getting that type of info written in such a perfect means?
    I have a venture that I’m just now running on, and I’ve been at the glance out for such information.

    Here is my blog post :: vpn special coupon

  44. I like what you guys are usually up too. This sort of clever work and reporting!
    Keep up the terrific works guys I’ve added you guys
    to my personal blogroll.

    Also visit my homepage; vpn 2024

  45. Hey there, I think your website might be having browser compatibility issues. When I look at your blog site in Safari, it looks fine but when opening in Internet Explorer, it has some overlapping. I just wanted to give you a quick heads up! Other then that, terrific blog!

  46. Simply want to say your article is as amazing. The clearness in your publish is simply cool and i can think you are knowledgeable in this subject. Well with your permission allow me to grasp your RSS feed to stay up to date with coming near near post. Thank you one million and please continue the gratifying work.

  47. Have you ever considered about including a little bit more than just your articles? I mean, what you say is valuable and all. Nevertheless think of if you added some great pictures or video clips to give your posts more, “pop”! Your content is excellent but with images and video clips, this website could undeniably be one of the most beneficial in its niche. Amazing blog!

  48. Woah! I’m really enjoying the template/theme of this website. It’s simple, yet effective. A lot of times it’s difficult to get that “perfect balance” between superb usability and visual appearance. I must say that you’ve done a superb job with this. In addition, the blog loads very fast for me on Chrome. Superb Blog!

  49. Heya outstanding blog! Does running a blog similar to this take a great deal of work? I have virtually no expertise in computer programming but I was hoping to start my own blog soon. Anyway, if you have any suggestions or tips for new blog owners please share. I know this is off topic nevertheless I just had to ask. Kudos!

Comments are closed.