মাছ চাষ ভাগ্য গড়ায় শূন্য হাতের আরব আলী আজ কোটিপতি

মাছ চাষ ভাগ্য গড়ায়. শূন্য হাতের আরব আলী আজ কোটিপতি
ড. বায়েজিদ মোড়ল

জীবন মানেই সংগ্রাম। জীবন থাকলেই সংগ্রাম থাকবেই। এই জীবন সংগ্রামে জয়ী হওয়া মানুষের সংখ্যা কিন্তু বেশী নয়। বিএ পাশ করার পর চাকরি খুজতেচিলেন তখন ভারো কোন চাকরি না পেয়ে বেকার সময় কাটাচ্ছিলেন। ওদিকে ওর বাবার আর্থিক অনাটনের কারনে এমএ ভর্তি হয়েও পড়াশুনা ছেড়ে আয়ের পথে বেরিয়ে পড়েন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার কুমারগাতী ইউনিয়নের ডেওয়াখোলা গ্রামের আরব আলী। ময়মনসিংহ এলাকটাই অনেক আগে থেকেই মাছ চাষের জন্য এগিয়ে ছিলো। আশ পাশে কেউ কেউ তখন বাণিজ্যিক মাছ চাষ শুরুও করেছিলো। ২৫-২৬ বছরের যুবক তখন আরব আলী বিএ পাশ করে বেকার ঘুরে বেড়ায়। আর বেকার ছেলেকে পরিবারসহ আতœীয় স্বজন কেহই ভালো কথা বলে না শুধু বলে সবাই চাকরি বাকরি করে তুই কি করিস কিন্তু কেউ একটা চাকরি দেয় না কিংবা কেউ ভালো বুদ্ধি দেয় না। একদিন এক পুুকুরের পাশে বসে ছিলো সারাটাদিন সেই পুকুরের পাশে বসে বসে ভাবতেছিলো কি করবেন। সকাল এগারোটার দিকে একবার এসে পুকুরের মালিক পুকুরের মাছ খাবার খাওয়ায় গেলো আবার বিকালে এলো পুকুরের মালিক মাছকে খাবার খাওয়াতে। তখন ঐ লোকের সাথে বসে পাঙ্গাশ মাছ চাষের ব্যাপারে কথা বলেন। কোথায় মাছের পোনা পাওয়া যাবে? কোথায় খাবার পাওয়া যাবে? মাছের রেডি খাবার দিতে না পারলে কি দিতে হবে ! প্রতিবেশি ঐ লোকের মুখে তার মাছ চাষের গল্প শুনে মনে মনে ভাবলেন আমিতো মাছ চাষ করতে পারি। বসে না থেকে কিছু একটা করি। যা হয় হবে। ওর বাবাকে বলল সে মাছ চাষ করবে কিন্তু ওর বাবা ছেলের এমন ইচ্চার কোন গুরুত্বই দিলো না। আর সব বাবা মা আশা করে ছেলে লেখা পড়া শিখে সরকারের কোন বড় অফিসার হোক। আজ এই ৪১ বছরে পা দেওয়া উদিয়মান তারুণ্যভরা যুবক ১৯৯৮ সালে ২৬ বছর বয়সে ক্ষুদ্র পরিসরে পাঙ্গাশ চাষ শুরু করেন। বাড়ীর পাশে ডোবা পৈত্রিক ৪ কাঠা জমির একটি ছোট্ট পুকুরে ৬ হাজার পাঙ্গাশ মাছের পোনা ছাড়েন বাকিতে। পরে বাবার কাছে হাত পা ধরে সেই পোনার দাম দেন।এভাবে তিনি শুরু করলেন পাঙ্গাশ মাছ চাষ।

OLYMPUS DIGITAL CAMERA

পুকুরের পাড়ে একটি চায়ের দোকান ছিল সে চা দোকানদারকে বলেছিলো চায়ের উচ্ছিষ্ট বর্জ তার পুকুরে ফেলতে। এতে দুজনেরই উপকার হয়েছিলো। চায়ের দোকানদার সারা দিনের উচ্ছিষ্ট ফেলতে তার জন্য কষ্টকরে দুরে যেতে হতো, পাশাপাশী আরব আলীর জন্য মাছের খাবার হিসেবে চায়ের উচ্ছিষ্ট বর্জ উপকার হলো। এরপর বাবার কাছ থেকে আর কোন টাকাও আনতে পারলেন না আর মাছের জন্য পিলেট খাবারও কিনতে পারলেন না। তারপরও আশা ছাড়লেন না রাস্তায় গুরুর গোবর দেখলে নিজের হাতে গোবরটুকু কুড়িয়ে এনে পুকুরে ফেলতেন। ৭-৮মাস পরে একদিন পুকুরে জাল ফেরলেন দেকলেন পুকরে অনেক মাছ হয়েছে সেদিন কিছু মাছ বিক্রি করলেন। সেই টাকা দিয়ে বাবার কাছ থেকে নেয়া টাকা ফেরত দিতে গেলেন তখন ওর বাবা বলল ‘টাকা ফেরত দিতে হবে না। এই টাকা দিয়ে বাকি মাছকে খাবার কিনে খাওয়াও দেখ তোমার লাভ হবে।’ মাছের খাবার কেনা শুরু করলেন। আর বছর শেষে মাছ বিক্রি করে পেলেন ১ লাখ ২ হাজার টাকা। প্রথম বছর উৎপাদন ভাল হওয়ায় তিনি আরো বেশী মাছ চাষে আগ্রহী হলেন এবং ১৯৯৯ সালে অন্যের ২ টি পুকুর লিজ নিয়ে চাষ শুরু করলেন। খরচ খরচা শেষে বছর শেষে লাভ হলো ৩ লাখ টাকা। আরো উদ্যোমী হলেন এর পরের বছরই ২০০০ সালে ৪টা পুকুর লিজ নিয়ে ভাল লাভ করলেন এবং জমি কিনে পুকুর কেটে মাছ চাষের পরিধী বাড়াতে লাগলেন। ২০০৩ সালে এসে আরব আলী আরো ৪টা পুকুর লিজ নিলেন মোট ৮টি পুকুরে পাঙ্গাশের সাথে যোগ করলেন রুই কাতলা মৃগেল থাই পুটি চিলবারকার্প আর মনোসেক্স তেলাপিয়া। পেলেন অভাবনীয় সাফল্য। প্রতি বছর ব্যবসা ভাল হয়, ক্রয় করেন জমি বাড়তে থাকে পুকুরের সংখ্যা। ২০০৪ সালে জমি কিনে আরো দুটি পুকুর খনন করেন মোট ১০টি পুকুরে মাছ চাষ করেন । ঐ বছরই তিনি শুরু করেন থাই কই এর চাষ। জীবনে আসে নতুন মাত্রা। চার মাসের এই ফসল ঘুরিয়ে দেয় তার জীবনে মোড়। মাছ চাষের সবচেয়ে বড় খরচ হচ্ছে মাছের খাবার। মাছের খাবার খরচ কমানোর জন্য নিজেই শুরু করলেন ফিসফিড উৎপাদন। তিনি যে খাবার পুকুরে দিতেন, দেখা যেত সেই খৈল ভুষি ধানের কুড়া পানির সাথে মিশে পানি নষ্ট হয়ে যেত।

ভুট্টা, গমের আটা, শুটকি মাছের গুড়া, সরিষার খৈল, ময়দা ইত্যাদির মিশ্রনে হয় ফিসফিড। কাঁচামালগুলো যেহেতু সহজ লভ্য তখন তিনি মুক্তাগাছা বাজার সংলগ্ন এলাকায় গড়ে তুলেন একটি ফিসফিড মিল ২০১১ সালে। এ মিলে প্রথম দিকে প্রতিদিনের উৎপাদন ছিল ১০ টন বর্তমানে ৬০-৭০ টন পর্যন্ত উৎপাদন হচ্ছে। নিজের মাছের খাবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত খাবার বাজারে বিক্রি করেন তিনি। তার উৎপাদিত ফিসফিড দিয়ে এখন মুক্তাগাছার সব বড় বড় মাছের খামারগুলো চলছে। তার নিজস্ব ও লিজ নেয়া প্রায় দেড়শো একর জমির উপর ৬০টি পুকুর। ফিডমিল পুকুর মিলে বর্তমান কর্মরত আছেন ৮২ জন কর্মকর্তা ও কর্মচারী। কাঁচামাল সংগ্রহ খাদ্য সরবরাহের জন্য ট্রাকও কিনেছেন দুটি। এছাড়া তার ১০ বিঘা জমিতে চাষ হয় ধান আর বিভিন্ন শাকসবজী।

তার সম্পত্তির মোট মূল্য এখন কয়েক কোটি টাকা। তিনি বলেন মানুষের নিজের কাজের প্রতি বিশ্বাস এবং সে যা ভাবছে সেভাবে যদি কাজ করে এবং তার চিন্তা চেতনা যদি সৎ হয় তাহলে সাফল্য আসবেই। মাছ চাষ কম ঝুকির ব্যবসা। পরিকল্পিত ভাবে চাষ করতে পারলে ব্যাঙ্কের টাকার মত। ব্যাঙ্কের টাকা রাখলে সাপ্তাহিক বন্ধ আছে সকাল বিকাল সন্ধ্যা আছে কিন্তু পুকরে মাছ থাকলে সকাল বিকাল রাত যখন টাকার প্রয়োজন হবে, তখন মাছ বিক্রি করে টাকা পাওয়া যাবে। আরো বলেন মাছ চাষের জন্য একটি পুকুরের মাছ বিক্রি করতে হবে। সেই টাকা দিয়ে আর একটি পুকুরের মাছকে খাবার খাওয়াতে হবে। এক সাথে সবগুলো পুকুরে ইনভেষ্ট করতে গেলে সামাল দেওয়া খুব জটিল হয়।

আরব আলী পাঙ্গাশ চাষের ব্যাপারে অন্যান্য খামারী ও নতুন খামারীদের অনেক ধরনের বুদ্ধি পরামর্শ দিয়ে থাকেন। তিনি বলেন, পুকুরের পানির পরিবেশ ভালো রাখার জন্য অবস্থা বুঝে পুকুরের পানি আংশিক পরিবর্তন করতে হবে এরপর প্রতি ১৫দিন অন্তর শতকে ২৫০ গ্রাম হারে চুন ও খাবার লবন একত্রে মিশিয়ে প্রয়োগ করতে হবে। এ ছাড়াও অবস্থা বুঝে শতকে ২৫০ গ্রাম হারে পটাশ সার প্রয়োগ করতে হতে পারে। এ সকল পদক্ষেপ ছাড়াও পুকুরের তলদেশে জমে থাকা ক্ষতিকর গ্যাস অপসারনের জন্য ২-৩দিন পর পর দুপুরের সময় পানিতে নেমে অথবা হররা টেনে পানির ততদেশ আলোড়িত করার ব্যবস্থা করতে হবে।পুকরে গ্যাস সৃষ্টির প্রধান কারণ খাদ্যের উচ্ছিষ্টাংশ জমা হওয়া। খাদ্য প্রয়োগের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন প্রয়োজনের অতিরিক্ত খাদ্য কোন ক্রমেই পুকুরে প্রয়োগ করা যাবে না। মাছ চাষে পুকুরের পানি অধিক সবুজ, পুকুরের তলদেশে গ্যাস সৃষ্টি হওয়া ও পানিতে দ্রবীভুত অক্সিজেনের স্বল্পতা দেখা দিলে অনেক সময় কিছু মারাও যেতে পারে। পুকুরের সার্বিক পরিবেশ ভালো রাখার জন্য জিওলাইট, একুয়াম্যাজিক এবং ক্ষতিকর গ্যাস হতে মাছ রক্ষার জন্য গ্যাসনেক্স ব্যবহার করা যেতে পারে। অক্সিজেনের অভাব হলে পুকুরে পানি দেবার ব্যবস্থা করতে হবে।পুকুরের পানি অধিক সবুজ হয়ে গেলে পুকুরে খাদ্য প্রয়োগ কমিয়ে দিতে হবে। তখন তুতে বা রাসায়নিক বøু লেগুন ব্যবহার করে সাময়িকভাবে সবুজ ভাব পাইটোপ্লাঙ্কটন দুর করা গেলেও তা ক্ষণস্থায়ী হয়। পুকুরে অধিক ঘনত্বে মাছ থাকলে খাবার দিলে তখন মাছ পানির উপরের স্তরে চলে আসে তখন শিকারী পাখির উপদ্রব হতে পারে।এভাবে ৮-৯ মাস চাষের পর পাঙ্গাশ মাছ গড়ে প্রায় ১০০০ থেকে ১২০০ গ্রাম ওজনের হয়ে যায়। এ সময় পাঙ্গাশ মাছ বাজারে পাঠানোর উত্তম সময় । এরপর মাছ পুকুরে থাকলে মাছের খাবার খরচ বৃদ্ধি পায়।

২০১২ সালে পাঙ্গাসের পোনা ক্রয়সহ তার আনুসাঙ্গিক খরচ হয়েছিল ৫ কোটি ৩৮ লাখ টাকা।যেখানে সে বছর শুধুমাত্র এই পাঙ্গাস থেকে আয় করেন ১০ কোটি লাখ টাকা। আর আরব আলী এ সব সাফল্যের স্বীকৃতি স্বরূপ ২০১১ সালে ৭ জুলাই রাষ্ট্রীয়ভাবে জাতীয় রোপ্য পদক লাভ করেন। এছাড়াও মৎস্য খাদ্য প্রস্তুতিতে তিনি পেয়েছেন জাতীয় মৎস্য পুরষ্কার ২০১২।

130 thoughts on “মাছ চাষ ভাগ্য গড়ায় শূন্য হাতের আরব আলী আজ কোটিপতি

  1. Hmm is anyone else having problems with the images on this blog loading? I’m trying to find out if its a problem on my end or if it’s the blog. Any feedback would be greatly appreciated.

  2. Thanks for a marvelous posting! I genuinely enjoyed reading it, you are a great author.I will always bookmark your blog and definitely will come back someday. I want to encourage you to ultimately continue your great posts, have a nice afternoon!

  3. Excellent post. I was checking continuously this blog and I am impressed! Very useful information specially the last part 🙂 I care for such info a lot. I was seeking this particular info for a long time. Thank you and good luck.

  4. Hi, Neat post. There is a problem with your site in internet explorer, might check this? IE still is the marketplace leader and a large portion of folks will omit your great writing due to this problem.

  5. Hey! I’m at work browsing your blog from my new iphone 3gs! Just wanted to say I love reading your blog and look forward to all your posts! Keep up the outstanding work!

  6. hi!,I love your writing so much! percentage we keep up a correspondence more approximately your post on AOL? I need an expert in this area to solve my problem. May be that is you! Taking a look forward to see you.

  7. This is very interesting, You are an excessively professional blogger. I have joined your feed and look forward to seeking more of your great post. Also, I have shared your web site in my social networks

  8. I am extremely impressed with your writing skills and also with the layout on your blog. Is this a paid theme or did you customize it yourself? Either way keep up the nice quality writing, it’s rare to see a nice blog like this one nowadays.

  9. Thank you a bunch for sharing this with all folks you really understand what you are talking approximately! Bookmarked. Please also seek advice from my site =). We could have a link exchange agreement among us

  10. Magnificent goods from you, man. I’ve understand your stuff previous to and you’re just too wonderful. I really like what you’ve acquired here, really like what you’re stating and the way in which you say it. You make it entertaining and you still take care of to keep it sensible. I cant wait to read far more from you. This is actually a great site.

  11. Ищете надежного подрядчика для устройства стяжки пола в Москве? Обращайтесь к нам на сайт styazhka-pola24.ru! Мы предлагаем услуги по залитию стяжки пола любой сложности и площади, а также гарантируем быстрое и качественное выполнение работ.

  12. Hi would you mind stating which blog platform you’re working with? I’m planning to start my own blog in the near future but I’m having a difficult time selecting between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your design and style seems different then most blogs and I’m looking for something completely unique. P.S Apologies for getting off-topic but I had to ask!

  13. Amazing blog! Do you have any recommendations for aspiring writers? I’m planning to start my own website soon but I’m a little lost on everything. Would you propose starting with a free platform like WordPress or go for a paid option? There are so many choices out there that I’m totally confused .. Any suggestions? Cheers!

  14. Хотите получить идеально ровные стены без лишних затрат? Обратитесь к профессионалам на сайте mehanizirovannaya-shtukaturka-moscow.ru! Мы предоставляем услуги по машинной штукатурке стен по доступной стоимости, а также гарантируем устройство штукатурки по маякам стен.

  15. Hi, i think that i saw you visited my weblog so i came to return the favor.I am trying to find things to improve my site!I suppose its ok to use some of your ideas!!

  16. First off I want to say awesome blog! I had a quick question in which I’d like to ask if you don’t mind. I was curious to know how you center yourself and clear your thoughts before writing. I have had a tough time clearing my mind in getting my thoughts out. I do enjoy writing but it just seems like the first 10 to 15 minutes are usually wasted just trying to figure out how to begin. Any suggestions or tips? Appreciate it!

  17. Howdy! I know this is kinda off topic nevertheless I’d figured I’d ask. Would you be interested in exchanging links or maybe guest writing a blog article or vice-versa? My website addresses a lot of the same subjects as yours and I feel we could greatly benefit from each other. If you happen to be interested feel free to send me an e-mail. I look forward to hearing from you! Awesome blog by the way!

  18. Howdy I am so excited I found your weblog, I really found you by mistake, while I was researching on Aol for something else, Nonetheless I am here now and would just like to say thank you for a fantastic post and a all round thrilling blog (I also love the theme/design), I dont have time to look over it all at the minute but I have book-marked it and also added in your RSS feeds, so when I have time I will be back to read much more, Please do keep up the superb jo.

  19. Everything is very open with a very clear description of the issues. It was truly informative. Your website is extremely helpful. Thank you for sharing!

  20. An impressive share! I have just forwarded this onto a friend who was doing a little research on this. And he in fact bought me lunch simply because I discovered it for him… lol. So let me reword this…. Thank YOU for the meal!! But yeah, thanx for spending time to discuss this topic here on your web page.

  21. Simply wish to say your article is as amazing. The clearness for your submit is simply cool and i can assume you are a professional in this subject. Well together with your permission allow me to clutch your RSS feed to stay up to date with forthcoming post. Thank you a million and please continue the gratifying work.

  22. Thanks for a marvelous posting! I genuinely enjoyed reading it, you may be a great author.I will be sure to bookmark your blog and will often come back later in life. I want to encourage you to ultimately continue your great posts, have a nice afternoon!

  23. It’s a shame you don’t have a donate button! I’d without a doubt donate to this fantastic blog! I suppose for now i’ll settle for book-marking and adding your RSS feed to my Google account. I look forward to brand new updates and will talk about this blog with my Facebook group. Chat soon!

  24. I don’t even know how I ended up here, but I thought this post was good. I don’t know who you are but definitely you are going to a famous blogger if you are not already 😉 Cheers!

  25. Oh my goodness! Incredible article dude! Thank you, However I am experiencing problems with your RSS. I don’t know why I can’t subscribe to it. Is there anyone else getting the same RSS problems? Anybody who knows the solution will you kindly respond? Thanx!!

  26. Howdy would you mind stating which blog platform you’re working with? I’m looking to start my own blog in the near future but I’m having a tough time making a decision between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your design seems different then most blogs and I’m looking for something completely unique. P.S My apologies for getting off-topic but I had to ask!

  27. An intriguing discussion is worth comment. I think that you ought to write more on this subject, it might not be a taboo subject but generally people don’t speak about such topics. To the next! All the best!!

  28. Thanks for your marvelous posting! I seriously enjoyed reading it, you can be a great author. I will make sure to bookmark your blog and will come back down the road. I want to encourage that you continue your great job, have a nice afternoon!

  29. I like the valuable information you provide in your articles. I will bookmark your weblog and check again here frequently. I am quite certain I will learn plenty of new stuff right here! Good luck for the next!

  30. This is the right web site for anyone who wants to find out about this topic. You realize so much its almost hard to argue with you (not that I actually would want toHaHa). You definitely put a new spin on a topic that’s been written about for years. Excellent stuff, just great!

  31. Great article! This is the type of information that are meant to be shared around the web. Disgrace on the seek engines for now not positioning this submit upper! Come on over and seek advice from my site . Thank you =)

  32. An interesting discussion is worth comment. I believe that you ought to write more on this subject, it might not be a taboo subject but generally people don’t speak about such subjects. To the next! All the best!!

  33. fantastic post, very informative. I’m wondering why the other experts of this sector do not understand this. You should continue your writing. I am sure, you have a huge readers’ base already!

  34. I was wondering if you ever considered changing the layout of your blog? Its very well written; I love what youve got to say. But maybe you could a little more in the way of content so people could connect with it better. Youve got an awful lot of text for only having one or two images. Maybe you could space it out better?

  35. I’ve read some just right stuff here. Definitely worth bookmarking for revisiting. I wonder how so much attempt you set to create this sort of fantastic informative site.

  36. I was recommended this blog by my cousin. I am not sure whether this post is written by him as no one else know such detailed about my problem. You are amazing! Thanks!

  37. I am curious to find out what blog system you happen to be utilizing? I’m experiencing some minor security problems with my latest website and I would like to find something more risk-free. Do you have any solutions?

  38. Hello! Do you know if they make any plugins to help with SEO? I’m trying to get my blog to rank for some targeted keywords but I’m not seeing very good results. If you know of any please share. Thanks!

  39. Wonderful website you have here but I was curious about if you knew of any user discussion forums that cover the same topics talked about in this article? I’d really love to be a part of group where I can get responses from other knowledgeable individuals that share the same interest. If you have any recommendations, please let me know. Thank you!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *