
মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি…
প্রাইভেট ও বে-সরকারী স্কুলগুলোতে
ছেলে-মেয়েকে প্লে/নার্সারী ক্লাসে ভর্তি করবেন।
তখন ডোনেশন + ভর্তিফি + সেশনফি + উন্নয়ন ফিসহ এককালীন অনেক টাকা দিতে হয়। আবার প্রতি মাসে বেতন ও পরীক্ষার সময় ফি দিতে হয়।
বাচ্চা যদি পাস করে কেজি বা ওয়ানে ওঠে, তাহলে আবার এই ডোনেশন + ভর্তিফি + সেশনফি + উন্নয়ন ফিসহ এককালীন অনেক টাকা কেনো দিতে হবে?
এ ব্যাপারে অবশ্যই সংসদে বিল আনা উচিত।
(ডোনেশন + ভর্তিফি + সেশনফি + উন্নয়ন ফিসহ এককালীন টাকা ) এই চাঁদাবাজি বন্ধ করতে হবে।

এই চাঁদাবাড়ির কারনে প্রচুর ছেলে মেয়ে লেখা শেষ না করেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরেই ঝরে যাচ্ছে। ওয়ানে ১০০ জন ছেলে মেয়ে ভর্তি হলে পিএসসি পর্যন্ত ২০-৩০ জনের বেশি যেতে পারছে না। আবার এই ২০-৩০ জনের মধ্য থেকে আবার জেএসসিতে ১০-ৃ১৫ জন ঝরে যাচ্ছে। এসএসসিতে যেতে পারছে সর্বোচ্চ ১০ জন। এরা কিন্তু লেখা পড়া খারাপ করার কারনে ঝরছে না। ঝরছে লেখাপড়া চালানোর খরচের টাকার অভাবে। পরিবারে অর্থাভাব থাকলে ঐ পরিবারের ছেলে মেয়েরা ভালো লেখাপড়া করতে পারে না।
আমাদের দেশেতো সরকারী স্কুলে সব ছেলে মেয়ে পড়ানো সম্ভব নয়। স্কুলের সংখ্যা কম। শিক্ষকের সংখ্যা কম। ভবন ও অবকাঠামো কম। তাইতো প্রাইভেট ও বে-সরকারী স্কুলগুলোতে ছেলে-মেয়েদের দিতে বাধ্য হই।
আমরা গার্ডিয়ানরা বড়ই অসহায়।
মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের আবেদন গ্রহন করুন ও আমাদের ছেলেমেয়েদের পড়াশুনা চালিয়ে যাওয়ার সু-ব্যবস্থা নিন।


5 thoughts on “প্রাইভেট ও বে-সরকারী স্কুলগুলোতে ডোনেশন + পূণঃভর্তিফি + সেশনফি + উন্নয়ন ফিসহ এককালীন টাকা নেওয়া বন্ধ হোক।”